Opu Hasnat

আজ ৬ জুলাই সোমবার ২০২০,

মৌমাছির দংশনে শিশুর মৃত্যু নারী ও শিশুমাগুরা

মৌমাছির দংশনে শিশুর মৃত্যু

মাগুরা সদর উপজেলায় মৌমাছির দংশনে জুনায়েদ (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) সকাল ১০টায় উপজেলার আবালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে ।

মাগুরা সদর হাসপাতাল সুত্র জানান, নিজ বাড়ির ছাদে খেলা করার সময় মৌমাছির আক্রমণের স্বীকার হয় জুনায়েদ। এসময় পাশে থাকা চাকের মৌমাছির দংশনে জুনায়েদের মৃত্যু হয়।