Opu Hasnat

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার ২০২০,

দামুড়হুদায় নতুন ইউএনও’র যোগদান চুয়াডাঙ্গা

দামুড়হুদায় নতুন ইউএনও’র যোগদান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন দিলারা রহমান। রোববার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান মেহেরপুরের গাংনি ও এর আগে মাগুড়ার শ্রীপুর উপজেলায় সুনামের সঙ্গে ইউএনও’র দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সর্বোচ ডিগ্রী অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি দুই কন্য সন্তানের জননী। দায়িত্ব গ্রহনের পর তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এই বিভাগের অন্যান্য খবর