Opu Hasnat

আজ ৮ জুলাই বুধবার ২০২০,

ফরিদপুরে করোনায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু মুক্তিবার্তাফরিদপুর

ফরিদপুরে করোনায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শহরের পুরাতন কালিবাড়ির সেবাইত মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানু নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ৭টা ৪০ মিনিটের সময় তার মৃত্যু হয়। এনিয়ে জেলায় ৬ জনের করোনা নিয়ে মুত্যুর ঘটনা ঘটলো।  

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুর রহমান জানান, শহরের পুরাতন কালিবাড়ির সেবাইত মুক্তিযোদ্ধা কমলেশ চক্রবর্তী ভানু গত ২৪ মে করোনা নিয়ে হাসপাতালে এসে ভর্তি হন। এরপর তার শ্বাসকষ্ট বেশি হলে তাকে করোনা আইসলেশন ওয়ার্ডে নিয়ে রাখা হয়। পরে তার অবস্থার উন্নতি হলে তিনি নিজ থেকে ওয়ার্ডে ফিরে আসেন। গত শুক্রবার ২৯ মে সকালে তার অবস্থার আবার অবনতি হলে তাকে করোনা আইসলেশন ওর্য়াডে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিলো। আর এ চিকিৎসা চলাকালীন সময়ে আজ সকালে তার মৃত্যু হয় বলে তিনি জানান। 

এই বিভাগের অন্যান্য খবর