Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

স্থায়ী নিয়োগ পেলেন ১৮ বিচারপতি আইন ও আদালত

স্থায়ী নিয়োগ পেলেন ১৮ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুই বছর ধরে অতিরিক্ত বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করে আসা ১৮ জনকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছেন  রাষ্ট্রপতি।

শুক্রবার (২৯ মে) রাতে রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়া ১৮ জন হলেন- মো. আবু আহমাদ জমাদার, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, এস এম আব্দুল মবিন,  খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

২০১৮ সালের ৩০ মে এই ১৮ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছিল সরকার।