Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

দৌলতদিয়ায় ভীড় : নৌপথে কর্মস্থলে ফিরছে হাজার হাজার মানুষ রাজবাড়ী

দৌলতদিয়ায় ভীড় : নৌপথে কর্মস্থলে ফিরছে হাজার হাজার মানুষ

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে করোনাকে উপেক্ষা করেই ফিরতে শুরু করেছে কর্মস্থলে। গণ পরিবহন বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ব্যাক্তিগত গাড়ি ও বিভিন্ন উপায়ে আসা জনস্রোত শুরু হয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। কর্তৃপক্ষ ভীড় সামল দিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী ১০ টি ফেরি চালু করেছে।

জানাগেছে, প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমন রোধে দীর্ঘদিন ধরে সীমিত আকারে ফেরি সার্ভিস চালু রেখেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এম্বুলেন্স ও জরুরী পন্যবাহি যানবাহন পারাপারে ২ থেকে ৫ টি ফেরি চালু রাখা হয়েছিল। কিন্তু শুক্রবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ঘাটে বাড়তে থাকে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ। গ্রামের বাড়িতে ঈদ উদ্যাপন শেষে দক্ষিণাঞ্চল থেকে সড়ক পথে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করে মানুষ। সময় বাড়ার সাথে সাথে দৌলতদিয়া ফেরিঘাটে কর্মজীবী হাজার হাজার মানুষের ঢল নামে। যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বিআইডব্লিউউটিসি কর্তৃপক্ষ শুক্রবার দুপুর থেকে নৌরুটে ১০ টি ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয়।

শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাটে সরেজমিন দেখা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা ভেঙে ভেঙে মাহেন্দ্র, অটোরিকশা, ভ্যান ও ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে দৌলতদিয়া ঘাটে আসছে। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে ওই সব ছোট গাড়ির চালকরা যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে চার-পাঁচ গুণ বেশি ভাড়া আদায় করছে। করোনা প্রতিরোধে করণীয় নির্দেশনা উপেক্ষা করে হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন।

এ সময় সাতক্ষীরা থেকে নানা উপায়ে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী আনিসুর রহমান জানান, করোনা ভাইরাসের প্রভাব শুরুতেই পরিবার নিয়ে অনেক আগেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আগামী রবিবার থেকে অফিস খুলবে। তাই একদিন আগেই ঢাকায় ফিরে যাচ্ছি। দৌলতদিয়া ঘাট পর্যন্ত পৌঁছাতে একদিকে যেমন ৫/৬ গুণ বেশী টাকা খরচ হয়েছে। সময়ও লেগেছে অনেক। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মাথায় রাখা অসম্ভব বলে তিনি জানান।

গার্মেন্টস কর্মী নাজমা আক্তার জানান, পরিবারের সাথে ঈদ উদযাপন করে ঢাকায় ফিরছি, গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে অনেক গাদাগাদি করে তিন-চার গুণ বেশী ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে ঘাটে এসে পৌঁছেছি। করোনার ভয়ে কাজে যোগ না দিয়ে ঘরে বসে থাকলে খাব কি? ঘরে বসে থাকলে তো আর ভাত পেটে যাবে না, কাজ করেই খেতে হবে। তাই করোনা নিয়ে ভাবার সময় এখন আর নাই। অফিস দুইদিন আগে খুলেছে, এখনো অফিসে যেতে পারিনি, চাকরী আছে কি-না সন্দেহ। চাকরী না থাকলে ছেলে মেয়েদের নিয়ে পথে বসতে হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় শুক্রবার দুপুর পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ফেরি চলাচল করেছে। কিন্তু দুপুরের পর থেকে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় নৌরুটের ১০ টি ফেরিই চালু করা হয়েছে। এছাড়া দৌলতদিয়া ৬ টি ফেরি ঘাটের মধ্যে ৪ টি ঘাট দিয়ে যানবাহন উঠা-নামা করছে। অপর দু’টি ঘাট পানি বৃদ্ধির ফলে বন্ধ আছে। তবে এতে যানবাহন পারাপারে কোন সমস্যা হচ্ছে না।

ঘাট এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা গেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যদের। এ সময় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন, মানুষকে ফেরি না যেতে দেওয়ার ব্যপারে কোন বিধি নিষেধ নেই। আমরা সকাল থেকে মানুষকে বুঝিয়ে যাচ্ছি। তবে মানুষ সেই বোঝানো মানতে নারাজ। হুরো হুরি করেই ফেরিতে উঠে যাচ্ছে।