Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দুর্গাপুরে সাংবাদিকদের বিনামুল্যে করোনার ঔষধ প্রদান নেত্রকোনা

দুর্গাপুরে সাংবাদিকদের বিনামুল্যে করোনার ঔষধ প্রদান

জেলার দুর্গাপুরে প্রশাসনের পাশাপাশি করোনা ইস্যুতে দায়িত্বে থাকা দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকগন মাঠে কাজ করছেন প্রতিনিয়ত। করোনা ইস্যুতে তাদের নিরাপত্তা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সকলকে বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ ঔষধ প্রদান করেন বিসমিল্লাহ্ হোমিও সেন্টার এর স্বত্বাধিকারী ডা: মো. কামরুল ইসলাম।

করোনা প্রতিষেধক ঔষধ নিয়ে ডা: কামরুল বলেন, রোগ বুঝে ঔষধ প্রয়োগ করতে পারলে ইনশাহ্আল্লাহ অনেক রোগই ভালো হয়ে যায়। মানব দেহে করোনার লক্ষন দেখা দিলে ইতোমধ্যে বেশ কিছু ধরনের হোমিও ঔষধ প্রয়োগে মানব দেহের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ সদৃশ্য লক্ষন পর্যবেক্ষন করে হোমিও ঔষধ প্রয়োগে ইতোমধে সারাদেশে সফলতার প্রমান পাওয়া গেছে। করোনা সিমটমে ভারতীয় হোমিওপ্যাথিক বোর্ড হোমিও ঔষধ সেবন করে ব্যপক সারা পাওয়ায় বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক পরিচালিত হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ গুলোতে রেজিষ্টার্ড হোমিও চিকিৎসকগন হোমিও ঔষধ দিয়েই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এই ঔষধের মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বলেও জানান ডা: কামরুল।

এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক সুমন রায়, ধনেশ পত্রনবীশ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।