Opu Hasnat

আজ ১০ জুলাই শুক্রবার ২০২০,

ভাঙ্গায় করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুর

ভাঙ্গায় করোনায় এক ব্যবসায়ীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জুয়েল মাতুব্বর (৩২) নামে এক গার্মেন্টস ব্যাবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে। এর আগে মঙ্গলবার রাতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম করোনায় মারা যান। 

এ নিয়ে ভাঙ্গায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ২ জনে, আর জেলায় মোট ৫ জনের মৃত্যু হলো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে।  

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার মহসিন উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় নিয়ম মেনে প্রশাসন এর পক্ষ থেকে লাশ দাফন করা হয়েছে। 

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এ পর্যন্ত ২৪৫ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুর ঘটনা ঘটেছে ৫ জনের।