Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

মোরেলগঞ্জে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী বাগেরহাট

মোরেলগঞ্জে আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

উপকূলবর্তী বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।। বুধবার বিকেল সাড়ে সাড়ে ৫ টায় তিনি নৌপথে ভাঙ্গনকবলিত মোরেলগঞ্জ সদর বাজার, বারইখালী, কাঠালতলা, গাবতলা এলাকা পরিদর্শন করেন।
 
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ-উদ-জামান, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র মনিরুল হক তালুকদার এ সময় তার সাথে ছিলেন।

ঘুর্ণিঝড় আম্পানে পানগুছি নদীর তীরবর্তী বারইখালী, কুঠিবাড়ি, গাবতলা এলাকার রাস্তাঘাট, ব্লক পায়লিং, নদীতে ধ্বসে যায়। ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।