Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

পার্বতীপুরে যন্ত্রাংশ চুরির সময় প্রকৌশলী গ্রেফতার দিনাজপুর

পার্বতীপুরে যন্ত্রাংশ চুরির সময় প্রকৌশলী গ্রেফতার

পার্বতীপুর রেল ইয়ার্ডের ওয়াশপিট এলাকায় অবস্থানরত ৭৬৭ আপ ৭৬৮ ডাউন আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে খুলে নিয়ে যাওয়ার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার জোয়ানদের হাতে গ্রেফতার হয়েছে উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী বেতার/টেলিকম আব্দুল মালেক (৪৪)। 

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতার আব্দুল মালেক উল্লেখিত ট্রেনের জানালা দিয়ে একটি বগিতে প্রবেশ করে। সেখানে সে পর পর পাঁচটি কম্বাইন বোর্ডের সকেট খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় আরএনবি’র জোয়ানদের কাছে হাতেনাতে ধরা পরে। এ ঘটনায় রেলওয়ে আইনের ১৩ নম্বর ধারায় মামলা হয়েছে। মামলার বাদি গোয়েন্দা শাখার হাবিলদার মোঃ পান্নু মিয়া।

পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এস আই ইলিয়াছ আলী জানান, গ্রেফতার আব্দুল মালেকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে  পাঠানো হবে। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার ব্রহ্ম কাপালিয়া গ্রামে। বাবার নাম মৃত এন্তাজ আলী।