Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

পার্বতীপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে টিন বিতরণ দিনাজপুর

পার্বতীপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪২ পরিবারের মাঝে টিন বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে হাবড়া ইউনিয়নের আদিবাসি মাহালীপাড়া গ্রামের ৪২ পরিবারের মাঝে পরিবারপ্রতি ২ বান (বান্ডিল) করে টিন বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোঃ সামসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, হাবড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুজ্জামান সরকার আনিছ প্রমুখ। 

উল্লেখ্য, গত রবিবার রাতে ঘুর্ণিঝড়ের তান্ডবে পার্বতীপুর উপজেলার ৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে  বেশি ক্ষতিগ্রস্ত হয় হাবড়া, হামিদপুর, হরিরামপুর ও মোস্তফাপুর এ চারটি ইউনিয়নে। সোমবার দিনাজপুর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাড়ে ৭ শত পরিবারের মাঝে খাদ্য শস্য ও নগদ টাকা প্রদান  করেন।