Opu Hasnat

আজ ৩ জুলাই শুক্রবার ২০২০,

বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু নাটোর

বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনে চাপা পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে ধান মাড়াই করার মেশিনের নিচে চাপা পড়ে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম পিয়াস আহমেদ (১৫)। সে উপজেলার জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগে পড়াশোনা করতো এবং জোনাইল চামটা গ্রামের খলিল আহমেদের ছেলে। 

জানা যায়, সকালে ধান মাড়াই করার জন্য জোনাইল ইউনিয়নের ভিটা কাজিপুরের উদ্দেশ্যে পিয়াসসহ আরো দুইজন রওনা দেয়। পথে চামটা বিলের ব্রিজে উঠার সময় ধান মাড়াই করার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে পিয়াস চাপা পড়ে। পরে আহত অবস্থায় তাকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সত্যতা নিশ্চিত করেছেন।