Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু আর নেই রাজনীতি

সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মঞ্জু আর নেই

বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক এমপি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর আর নেই।

সোমবার (২৫ মে) রাত ২টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। 

তার ছেলে আহমেদ সোহেল মনজুর সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, তার বাবা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৪ দিন আগে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে সেখানেই মারা যান। তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি আওয়ামী লীগ থেকে ১৯৭০ সালে বরিশাল সদর আসনের জাতীয় পরিষদের সদস্য ছিলেন। ১৯৭৩ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগদান করেন।

নুরুল ইসলাম মনজুর ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৯ সালে কে এম ওবায়দুর রহমান এবং শাহ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জেল হত্যা মামলায় গ্রেফতার হন। পরে ২০০৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকাকালীন আদালত তাকে এ অভিযোগ থেকে খালাস দেন।

তিনি ২০০১ সালে অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

গুলশান সোসাইটি মস‌জি‌দে আসর বাদ জানাজা শেষে বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।