Opu Hasnat

আজ ৮ জুলাই বুধবার ২০২০,

সাবেক এমপি বিএনপি নেতা এম এ মতিন আর নেই রাজনীতি

সাবেক এমপি বিএনপি নেতা এম এ মতিন আর নেই

চাঁদপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা এম এ মতিন আর নেই। ‘ব্রেন স্ট্রোকের’ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তার এক ছেলে ও চার মেয়ে রয়েছে। তার স্ত্রী চার বছর আগে মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা ৫ মিনিটে ঢাকার উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 

চাঁদপুর বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মতিন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে চারবার সংসদস সদস্য হয়েছিলেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সভাপতি ছিলেন এক সময়।

বিএনপি নেতা ফরিদ বলেন, “এক সপ্তাহ আগে মতিন ঢাকার উত্তরায় নিজের বাসায় ব্রেন স্ট্রোক করলে তাকে উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই তিনি মারা যান।”

মতিন ১৯৭৯ সালে প্রথমবার বিএনপির প্রার্থী হিসেবে সাবেক কুমিল্লা-২৩ (বর্তমানে চাঁদপুর-৫) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। চাঁদপুর জেলা গঠিত হওয়ার পর মতিন চাঁদপুর-৫ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই বিভাগের অন্যান্য খবর