Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর জাতীয়

করোনায় মারা গেলেন সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর

রোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিলুফার মঞ্জুরের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তার ছেলে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, কয়েক দিন ধরে মা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মা মারা গেছেন।

এর আগে ২৩ মে (শনিবার) সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী নিলুফার মঞ্জুরের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানিছিলেন সৈয়দ নাসিম মঞ্জুর।

তার ছেলে এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, কয়েক দিন ধরে মা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় মা মারা গেছেন।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর, যা এখন দেশের অন্যতম ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তার বাবা ড. মফিজ আলী চৌধুরী ১৯৭২ সালে বঙ্গবন্ধুর মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন। 

এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর, মেয়ে মুনিজ মঞ্জুর, পুত্রবধূ ডা. সামিয়া হক, ছয়জন নাতি-নাতনি, বোন ইয়াসমিন হক এবং ভাই জসীম চৌধুরীকে রেখে গেছেন নিলুফার।   

তার বিদেহি আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ প্রটোকল ও স্বাস্থবিধি মেনে সীমিত আকারে জানাজার পর নিলুফার মঞ্জুরকে দাফন করা হবে।