Opu Hasnat

আজ ৬ জুলাই সোমবার ২০২০,

দুর্গাপুরে করোনা রোগীদের সমাজসেবা দপ্তরের খাদ্য সহায়তা নেত্রকোনা

দুর্গাপুরে করোনা রোগীদের সমাজসেবা দপ্তরের খাদ্য সহায়তা

জেলার দুর্গাপুরে আইসোলেশন সেন্টারে থাকা করোনা আক্রান্ত রোগীদের খাদ্য সহায়তা করতে এগিয়ে এসেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। ওই দপ্তরের রোগী কল্যান সমিতির সহায়তায় রোববার দুপুরে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান এর হাতে করোনা রোগীদের জন্য খাদ্য তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে স্থানীয় সাংবাদিকবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ও কর্মচারীগন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।