Opu Hasnat

আজ ৯ জুলাই বৃহস্পতিবার ২০২০,

ফিরেদেখা’র উদ্যোগ খাদ্য সামগ্রী বিতরণ রংপুর

ফিরেদেখা’র উদ্যোগ খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশের কর্মস্থল গত দুই মাস বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ। গৃহবন্দী এসব মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে কবি-লেখকদের সংগঠন ফিরেদেখা’র উদ্যোগে ১‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

রবিবার দুপুর ১২টার দিকে ফিরেদেখা’র সেন্ট্রাল রোড কার্যালয়ে সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া অনুদানে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন ফিরেদেখা’র উপদেষ্টা রেজাউল করিম মুকুল, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, ফিরেদেখা সম্পাদক ও কবি সাকিল মাসুদ, মো. শহীদুর রহমান, মো. গাউছুল আজম, আবির প্রমুখ।

ফিরেদেখার এই উদ্যোগে সেমাই, চিনি, মসল্লা, গুড়ো দুধ, চাউল সামগ্রী খাদ্য হিসেবে ১‘শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।