Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

বাগেরহাটে মাছের ঘেরের বেরিবাঁধ কেটে মাছ চুরির অভিযোগ বাগেরহাট

বাগেরহাটে মাছের ঘেরের বেরিবাঁধ কেটে মাছ চুরির অভিযোগ

বাগেরহাটে সদর উপজেলার ভট্টবালিয়াঘাটা এলাকায় মাসুদুর রহমানের মাছের ঘেরের বেরিবাঁধ কেটে রাতের আধারে মাছ চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভুত্তভোগীর ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

মাসুদুর রহমান জানান, গত রাতের কোন এক সময় পূর্ব শত্রতার জের ধরে স্থানীয় বিএনপি নেতা আজিম চাকলাদার বাবু ও আওয়াল বিশ্বাসের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল তার মাছের ঘেরে থাকা চিড়িং মাছ চুরি করে নিয়ে যায়। এসময় মাছের ঘেরের বেরিবাঁধও কেটে দিয়ে যায়। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, ইতিপূর্বেও তারা ঘেরের পাড়ে লাগানো কূল গাছ কেটে ক্ষতি করেছিল।

এই বিভাগের অন্যান্য খবর