Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

শৈলকুপায় করোনার মানবিক তহবিলের ত্রাণ বিতরণ ঝিনাইদহ

শৈলকুপায় করোনার মানবিক তহবিলের ত্রাণ বিতরণ

ঝিনাইদহের শৈলকুপায় করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ অসহায় ও নিম্ম আয়ের মানুষের মাঝে করোনার মানবিক তহবিলের ত্রাণ বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। তারা ২ হাজার অসহায় পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেবেন বলে জানা যায়। গত ১ মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে সভাপতি ও সহকারী কমিশনার (ভুমি) পার্থ প্রতিম শীলকে সদস্য সচিব করে এ তহবিল গঠন করা হয়। তহবিলের আকার দাড়ায় ১২ লাখ টাকায়। শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন সোনাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ তহবিলে অর্থ দান করেন। 

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুর রহমান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরোজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শামীমার রশিদ জোয়ার্দ্দার, সেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারন সম্পাদক রাজিব বাহাদুর, প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা, সাধারন সম্পাদক শাহীন আক্তার পলাশ, সহকারী অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার হোসেন, সাধারন সম্পাদক শাওন শিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, সেকেন্দার মোল্যা, ছাত্রলীগ নেতা আজগর আলী প্রমুখ।