Opu Hasnat

আজ ২০ জানুয়ারী বুধবার ২০২১,

ছাতকে সুরমা নদীতে চাঁদা আদায়কালে জনতার হাতে আটক ৩ সুনামগঞ্জ

ছাতকে সুরমা নদীতে চাঁদা আদায়কালে জনতার হাতে আটক ৩

সুনামগঞ্জের ছাতকে সুরমা পিয়াইন ও চেলা নদীতে সম্প্রতি অবৈধ চাঁদাবাজী বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও নৌ পরিবহন শ্রমিকরা হতাশ হয়ে পড়েন। প্রতিদিন চাঁদাবাজরা নদীতে প্রায় ১২-১৪টি প্রতিষ্ঠানের নামে বেনামে অবৈধ চাঁদা আদায় করে থাকে। চাঁদাবাজরা বার্জ কার্গো ও বাল্কহেড সহ চলন্ত নৌযানের শ্রমিকদের সাথে বাকবিতন্ডা ও তাদের উপর হামলা করে এমনকি কোন কোন সময় তাদের নৌকা হতে আসবাবপত্র জোর পূর্বক কেড়ে নিয়ে চাঁদা আদায় করে থাকে। 

শুক্রবার দুপুরে সুরমা নদীতে চাঁদা আদায়কালে জনতা ধাওয়া করে কোম্পানীগঞ্জের চাটিবহর গ্রামের লেদাই মিয়ার ছেলে এনামুল হক (২০), ফজলু মিয়ার ছেলে লায়েক মিয়া (২০), নুর ইসলামের ছেলে মইনুল ইসলাম (২৫) কে আটক করে ছাতক থানায় সুপোর্দ করলে পুলিশ জেল হাজতে প্রেরণ করে। শনিবার সকালে আসামীদের আদালতে প্রেরণ করা হয়। 

চাঁদাবাজদের বিরুদ্ধে ছাতকের বিশিষ্ট পাথর ব্যবসায়ী হাজী বুলবুল আহমদ বলেন চাঁদাবাজদের দৌরাত্বে আমরা ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এদের আইনের আওতায় এনে শাস্তি দিয়ে ব্যবসায়ীদের ব্যবসার পথ সুগম করতে  হবে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এই বিভাগের অন্যান্য খবর