Opu Hasnat

আজ ৭ আগস্ট শুক্রবার ২০২০,

সুনামগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে দুই শতাধিক পথ শিশু পেলো ঈদের জামা সুনামগঞ্জ

সুনামগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে দুই শতাধিক পথ শিশু পেলো ঈদের জামা

প্রাণঘাতী করোনা ভাইরাসে ছিন্নমূল দুইশতাধিক পথ শিশুদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে জামা কাপড় বিতরণ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নিজ অর্থায়নে শহরের পুরাতন কোর্টের পাশে শাপলা চত্বরে পথশিশুদের মাঝে ঈদের কাপড়চোপড় বিতরন করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, পৈৗর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, মহিলা কাউন্সিলর শেলী চৌহান ময়না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মেয়র আইয়ূব বখত জগলুলের ছেলে আসিফ বখত রাদ ও মেয়রের সিও মোঃ রুহুল আমীন প্রমুখ। 

এই বিভাগের অন্যান্য খবর