জয়পুরহাটে জামাই এর হাতে ৪জন খুন জয়পুরহাট / 
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভিমপুর আদিবাসী পল্লীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেছে মেয়ের জামাই। এ ঘটনায় ঘাতক জামাই সুমনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে শ্বশুরবাড়িতে স্ত্রী শশীলয় মাড্ডির সঙ্গে জামাই সুমনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুমন উত্তেজিত হয়ে স্ত্রী, শ্বাশুরি ও শ্যালিকাসহ আরো কয়েকজনকে কুপিয়ে আহত করে। এতে ঘটনা স্থলেই শ্বাশুরি ও শ্যালিকাসহ ৪ জন নিহত হয়।
জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।