Opu Hasnat

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

দুর্গাপুরে জলাবদ্ধতায় আবদ্ধ সিনিয়র সহকারী জজ নেত্রকোনা

দুর্গাপুরে জলাবদ্ধতায় আবদ্ধ সিনিয়র সহকারী জজ

নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকার ৫নং ওয়ার্ডে অন্যান্য গুরুত্বপুর্ন অফিস ও বাসাবাড়ীর পাশাপাশি রয়েছে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালত, জজ কোয়ার্টার ও দুর্গাপুর পৌরসভা। সামান্য বৃষ্টি হলেই ওই এলাকার অধিকাংশ স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার রুপ আরো প্রকোপ আকার ধারণ করে। এতে চরম দুর্ভোগের শিকার হতে হয় ওই এলাকাবাসী সহ জজ কোয়ার্টারের বাসিন্দাদের।

এ নিয়ে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বাগিচাপাড়ার অন্যান্য এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও দেশওয়ালীপাড়া, বাগিচাপাড়া, আদালত এলাকা সহ আশপাশের এলাকা গুলোতে স্থানী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ঘরে ঘরে পানি জমে যায়। বর্ষা শুরু হওয়ার পুর্বেই দুর্ভোগ পোহাতে হচ্ছে ওইসব এলাকাবাসীর। ওইসব এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রয়োজন পুর্নাঙ্গ ড্রেনেজ ব্যবস্থা। 

এ নিয়ে সিনিয়র সহকারী জজ মোহাম্মদ জগলুল হক বলেন, জলাবদ্ধতা এখন আমার নিত্য দিনের সঙ্গী। বর্ষা মৌসুম এখনো শুরু হয়নি। এমনিতেই এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে তার পরে জলাবদ্ধতায় দেখা দিতে পারে নানা পানি বাহিত রোগ। এ নিয়ে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকবার বলার পরেও এর কোন স্থায়ী সমাধান পাচ্ছি না। 

জলাবদ্ধতা নিয়ে সংশ্লিষ্ট কাউন্সিলর মো. মতিউর রহমান বলেন, করোনা ইস্যুতে বর্তমানে সকল উন্নয়ন মুলক কাজ বন্ধ রয়েছে। ওই এলাকার জলাবদ্ধতা নিয়ে মেয়র মহোদয়ের সাথে কথা বলে স্থায়ী সমাধানের লক্ষে একটি প্রকল্প হাতে নেয়ার ব্যবস্থা করা হবে।