Opu Hasnat

আজ ৫ জুন শুক্রবার ২০২০,

সিরাজদিখানে অসহায় দুস্থ্য, কর্মহীন ও ইমামদের মাঝে অর্থ বিতরণ মুন্সিগঞ্জ

সিরাজদিখানে অসহায় দুস্থ্য, কর্মহীন ও ইমামদের মাঝে অর্থ বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা দুর্যোগে অসহায় দুস্থ্য, কর্মহীন ও ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুরা জনতা সংসদের আঙ্গিনা থেকে ঈদ উপলক্ষে এ অর্থ বিতরণ করা হয়েছে। সমাজ সেবক ও জাপান প্রবাসী হিমু উদ্দিনের পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে ১০ লাখ টাকা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাগঞ্জ মাদরাসার সভাপতি ডা. খবির উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ মন্টুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হুমায়ুন কবীর, রুহুল আমিন। এছাড়া হিমু উদ্দিনের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হারুন অর রশীদ বিডিআর, আব্দুল হালিম, মো. ওয়াসিম, মো. নাহিন শেখ মৃদুল।

এর আগেও জেলার মধ্যপাড়া ও ইছাপুরা ইউনিয়নে ৬ দফায় ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন জাপানের এই ব্যবসায়ী সমাজ সেবক হিমু উদ্দিন।