Opu Hasnat

আজ ২৯ মে শুক্রবার ২০২০,

মুকসুদপুরে নতুন আরো ৩জন করোনায় আক্রান্ত, সুস্থ্য ১৮ গোপালগঞ্জ

মুকসুদপুরে নতুন আরো ৩জন করোনায় আক্রান্ত, সুস্থ্য ১৮

আবু বক্কার, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ২৫। এরমধ্যে ১৮জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন। হোম আইসোলেশনে আছে ৭জন। 

আইসোলেশনে আক্রান্তদের চিকিৎসার বিষয়টি গোপালগঞ্জ জেলা সিভিল র্সাজন ডাঃ নিয়াজ মোহাম্মাদ বিষয়টি নিশ্চিত করেছেন। মুকসুদপুর থানা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, ১৬ মে ১৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের মধ্যে ৩ জনের নমুনায় পজেটিভ সনাক্ত হয়। তাদের অবস্থার অবনতি হলে মুকসুদপুরের অস্থায়ী আইসোলেশন সেন্টার (মুক্তিযোদ্ধা ভবনে) রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।