Opu Hasnat

আজ ৩ জুলাই শুক্রবার ২০২০,

কালকিনিতে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ মাদারীপুর

কালকিনিতে পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অসহায় দারিদ্র পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম শিমুল। তিনি বুধবার সকালে কালকিনি উপজেলার বড় ধানুয়া গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে দুর্বল পাঁচ শতাধিক পরিবারকে ঈদ উপভোগ করার জন্যে ১০ কেজি চাল, এক কেজি চিনি, এক কেজি সেমাই ও এক’শ গ্রাম দুধ দেয়া হয়। সকালে তার নিজ গ্রাম কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বড় ধানুয়া গ্রামে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী অসহায়দের তুলে দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামীলীগের নেতরা উপস্থিত ছিলেন। 

ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম শিমুল বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি এর আগেও এলাকায় অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ করেন।