Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ফরিদপুরে বিভিন্ন অনিয়মে বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যানসহ ৬ সদস্য ফরিদপুর

ফরিদপুরে বিভিন্ন অনিয়মে বরখাস্ত হলেন ইউপি চেয়ারম্যানসহ ৬ সদস্য

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ২নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইনামুল হাসানকে খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরের চাল) দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। আর এই একই অভিযোগে ওই পরিষদের ৬ ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়। বরখাস্তকৃত  ইউপি সদস্যরা হলেন- ১ নং ওয়ার্ড- ওবাইদুর রহমান, ২ নং ওয়ার্ড - বাকিয়ার রহমান, ৪ নং ওয়ার্ড - ইব্রাহিম শেখ (কলম), ৫ নং ওয়ার্ড - রেজাউল করিম, ৯ নং ওয়ার্ড - ওলিয়ার রহমান, ৩,৪ ও ৬ নং ওয়ার্ড (সংরক্ষিত মহিলা সদস্য - স্বপ্না বেগম। 

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব (ইউনিয়ন পরিষদ ১ শাখার) মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক পত্রে এ কথা জানাযায়। 

ঘটনার সত্যতা স্বীকার করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী মোঃ রাশেদুর রহমান জানান, গত একমাস আগে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দরের চাল) দূর্ণীতি ও অনিয়মের একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি রির্পোট আকারে ঢাকায় বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হয়। এরপর বুধবার দুপুরে এক ফাক্স বার্তা পায় যে ২নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইনামুল হাসানসহ ওই ইউনিয়নের ৬ ইউপি সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তিনি বলেন অবিলম্বে এই কার্যাদেশ এখন বাস্তবায়ন করা হবে।