Opu Hasnat

আজ ৫ জুন শুক্রবার ২০২০,

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ প্রাণহানী, আক্রান্ত ১৬১৭, সুস্থ ২১৪ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১৬ প্রাণহানী, আক্রান্ত ১৬১৭, সুস্থ ২১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের প্রাণহানী হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৮৬ জন। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১,৬১৭ জন। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৬,৭৩৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন ৫,২০৭ জন।

বুধবার (২০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।