Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

সিংগাইর ক্লিনিককে ৫০ সেট পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান মানিকগঞ্জ

সিংগাইর ক্লিনিককে ৫০ সেট পিপিইসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

মোঃ সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : কোভিড-১৯ এর এই দুর্যোগকালীন সময়ে সিংগাইর ক্লিনিকের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো দেশের খ্যাতনামা গার্মেন্ট ব্যবসা প্রতিষ্ঠান উর্মি গ্রুপ, ঐতিহ্যবাহী নাভানা গ্রুপ এবং বিকন (বাংলাদেশ ইমার্জেন্সি এ্যাকশন এগেইন্সট কোভিড-১৯) নামে চ্যারিটি অর্গানাইজেশন। আর এই সমস্ত কাজের সংযোগ ঘটিয়েছে কানেক্টিং পিউপল নামে ফেসবুকের চ্যারিটি প্লাটফর্ম।  

মঙ্গলবার (১৯ মে) আনুষ্ঠানিকভাবে মানিকগঞ্জের সিংগাইর সদরে অবস্থিত সিংগাইর ক্লিনিক এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ সেট পিপিই, ১০টি এন-৯৫ মাস্ক, ১০ টি ফেসসিল্ড ও ১০ টি হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন ওই প্রতিষ্ঠানগুলো।  

ক্লিনিক পরিচালক মোস্তাক আহম্মেদ বলেন, করোনা সংক্রমণের এ সময়ে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ। সংক্রমণ প্রতিরোধে এসব সুরক্ষা সামগ্রী পেয়ে আমাদের ডাক্তার ও নার্সরা ঝুঁকিমুক্তভাবে স্বাস্থ্য সেবা দিতে পারবেন। এ জন্য ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।