Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

বড়াইগ্রামে ইমাম, খতিব, মুয়াজ্জিমদের বিশেষ সম্মানী প্রদান নাটোর

বড়াইগ্রামে ইমাম, খতিব, মুয়াজ্জিমদের বিশেষ সম্মানী প্রদান

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে ইমাম, খতিব ও মুয়াজ্জিমদের বিশেষ সম্মানী প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন ঈদ উল ফিতর উপলক্ষ্যে পৌরসভার ৩৭ জন ইমাম, ১১ জন খতিব ও ৪৫ জন মুয়াজ্জিমকে সম্মানী হিসেবে নগদ অর্থ প্রদান করেন। 

এ সময় পৌর সচিব আব্দুল হাই, বনপাড়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, মোহাম্মদ আলী, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর