Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ, তবুও পার হচ্ছে হাজার হাজার যাত্রী রাজবাড়ী

দৌলতদিয়া নৌরুটে ফেরি বন্ধ, তবুও পার হচ্ছে হাজার হাজার যাত্রী

করোনা ভাইরাসের সংক্রমনরোধে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবুও থেমে নেই যাত্রী পারাপার। মঙ্গলবার সকাল থেকেই এই নৌরুটে একান্ত জরুরী যানবাহন পারাপারের কথা বলে ছোট দুটি ফেরি চলাচল করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে দেখা গেছে উপচে পরা ভীর। কোন প্রকার সামাজিক দুরত্ব না মেনে পার হচ্ছে যাত্রীরা।

এদিকে দৌলতদিয়া থেকে অবৈধ ইঞ্জিন চালিত ট্রলারে করে নদী পার হওয়ার চেষ্টা করলে তা রুখে দেয় নৌপুলিশের সদস্যরা।

যাত্রীরা জানান, পথে পথে ভোগগান্তি আর বাড়তি ভারা দিয়েই ঘাটে পৌঁছাতে হচ্ছে। পাশাপাশি মানুষ যেভাবে ফেরিতে পার হচ্ছে এতে করোনা ভাইরাস আরো মহামারি রুপ নিতে পারে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি টেলিফোনে জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে একান্ত জরুরী এ্যাম্বুলেন্স ও মন্ত্রনালয়ের জরুরী যানবাহন পারাপারের জন্য দুটি ফেরি রাখা হয়েছে। সেক্ষেত্রে যাত্রীরা জোর করেই ফেরিতে উঠে পরছে।