Opu Hasnat

আজ ২৪ নভেম্বর মঙ্গলবার ২০২০,

বড় ভাইকে বাঁচাতে জীবন দিলেন ছোট ভাই! কুমিল্লা

বড় ভাইকে বাঁচাতে জীবন দিলেন ছোট ভাই!

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মো. ইয়াছিন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া ফকিরামুড়া গ্রামের বাসিন্দা।

সূত্র জানায়, পরকীয়া প্রেম নিয়ে কুড়িয়াপাড়া ফকিরামুড়া গ্রামের আলী মিয়ার ছেলে শাহজাহানের সঙ্গে ইয়াছিনের বড় ভাই মিজানের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে শাহজাহান মিজানের ওপর হামলা চালান। এ সময় বড় ভাই মিজানকে বাঁচাতে ইয়াছিন এগিয়ে গেলে শাহজাহান তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা ইয়াছিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।