Opu Hasnat

আজ ৩০ মে শনিবার ২০২০,

সুন্দরগঞ্জে ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প বিষয়ক সভা গাইবান্ধা

সুন্দরগঞ্জে ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প বিষয়ক সভা

এল. এন. শাহী, গাইবান্ধা থেকে : গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের পরিকল্পনা বিষয়ে ডিপিএইচই’র সাথে সভানুষ্ঠিত হয়েছে। বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসোড’ কর্তৃক বাস্তাবায়নাধীন ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় সোমবার বিকেলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে সহকারী প্রকৌশলী খোকন রানার সভাপতিত্বে পরিকল্পনা সভানুষ্ঠিত হয়। 
 
এতে উপস্থিত ছিলেন এসোড’র ফিল্ড অফিসার (এফও) মোক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মচারীগণের মধ্যে মুসলীম আলী, সাইফুল ইসলাম, আহসান হাবীব, আব্দুর রহমান, নরেন চন্দ্র ও এনজিও (এসোড কর্মী)’র ফিল্ড ফ্যাসিলিটেটর (এফএফ) মিজানুর রহমান, সফুরা খাতুন, ফরিদ মিয়া, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, গণমাধ্যকর্মী আক্তারবানু প্রমূখ। 
 
জুরিখ ফাউন্ডেশন’র অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াভ’র সহযোগিতায় ও এসোড কর্তৃক বাস্তবায়নাধীন ফ্লাড রেজিলিয়ান্স প্রকল্পের নানামূখী কর্ম-পরিকল্পনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

এই বিভাগের অন্যান্য খবর