Opu Hasnat

আজ ৩ জুন বুধবার ২০২০,

ব্রেকিং নিউজ

দুস্থ্য শিশুরা পাবে ঈদের পোশাক, ডিবি’র ওসির সহধর্মনীর অর্থ সহায়তা প্রদান স্বাস্থ্যসেবারাজবাড়ী

দুস্থ্য শিশুরা পাবে ঈদের পোশাক, ডিবি’র ওসির সহধর্মনীর অর্থ সহায়তা প্রদান

রাজবাড়ীতে জেলা পুলিশের উদ্যোগে পাঁচ হাজার দুস্থ্য ও অসহায় শিশুদের জন্য ঈদের পোশাক প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এমন মহতী কাজে সার্বিক সহযোতিা করছেন রাজবাড়ী জেলা পুলিশ। জেলা পুলিশের মহতী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন মহল। এ কাজে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ওসি ওমর শরিফের সহধর্মীনি মোসাম্মদ নার্গিস সুলতানা। পেশায় তিনি একজন শিক্ষিকা। ঈদ বোনাসের পনের হাজার টাকা প্রদান করেছেন দুস্থ্য ও অসহায় শিশুদের জন্য ঈদের পোশাক কেনাকাটা করার জন্য।

সোমবার (১৮ মে) বিকেলে ওই পনের হাজার টাকা স্বেচ্ছাসেবক নেহাল আহম্মেদ, স্মৃতি ইসলাম, শায়লা তাবাসসুম, নাসিম হায়দার কল্লোল ও সঞ্জয় ভৌমিকে তুলে দেন রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোঃ ফজলুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফ, তার সহধর্মীনি মোসাম্মদ নার্গিস সুলতানা, ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক নেহাল আহম্মেদ, স্মৃতি ইসলাম, শায়লা তাবাসসুম, নাসিম হায়দার কল্লোল ও সঞ্জয় ভৌমিকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর