Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বকেয়া বেতনের দাবিতে মোচিক শ্রমিক কর্মচারীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ ঝিনাইদহ

বকেয়া বেতনের দাবিতে মোচিক শ্রমিক কর্মচারীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

বকেয়া বেতন ভাতার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। সোমবার (১৮ মে) সকালে কারখানা ফটকে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এসময় তারা রাস্তায় শুয়ে বসে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধের পর কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সুষ্টি হয়।

এসময় সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, গত চার মাস কারখানার প্রায় সাড়ে ৮’শ শ্রমিক-কর্মচারী বেতন পাচ্ছে না। এতে মানবেতর জীবন যাপন করছে তারা। সমাবেশ থেকে দ্রুত টাকা পরিশোধের দাবী জানানো হয়।