Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

কুমিল্লায় চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় আহত ৬ কুমিল্লা

কুমিল্লায় চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় আহত ৬

কুমিল্লার নাঙ্গলকোট ইউপি চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।  উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়ার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।

রোববার ওই ইউপির আজিয়া পাড়া গ্রামে  এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, আজিয়াপাড়া গ্রামের মুসলিমুর রহমানের ছেলে মোঃ উল্ল্যাহ স্বপন(৩৫), মোঃ নাছির (৪০), স্ত্রী বামুমতি (৫৫) , মৃত আব্দুর রহমানের ছেলে আরবের রহমান (৪৫), তৈয়বের রহমানের ছেলে সোহেল (২৬) ও আনোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী সাজেদা আক্তার (২৩)।              

সূত্র জানায়, গত কয়েকদিন ধরে হেসাখাল ইউপির আজিয়াপাড়া গ্রামে ব্যক্তি মালিকানা একটি পুকুর থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া। পুকুরে মাটি কাটতে কাটতে স্থানীয়দের বাড়ির কাছাকাছি চলে আসে। এতে পুকুর পাড়ে বসবাসরত লোকজন তাদের বাড়ি ঘর বিলীন হওয়ার আশঙ্কায় বাড়ি ঘর বাঁচাতে পুকুরে মাটি কাটা অবস্থায় বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে অন্তত ৬ জনকে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।                    

চেয়ারম্যান জালাল আহমেদ ভূঁইয়া জানান, তাদের বাড়ির পাশের পুকুরে আমার লোকজন মাটি কাটছে। এ সময়  বাঁধা দিয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। 

এ বিষয়ে নাঙ্গলকোট থানার (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।