Opu Hasnat

আজ ২ ডিসেম্বর বুধবার ২০২০,

সঙ্গীত পরিচালক আজাদ রহমান আর নেই বিনোদন

সঙ্গীত পরিচালক আজাদ রহমান আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীত শিল্পী আজাদ রহমান আর নেই। শনিবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

জানা গেছে, আজাদ রহমান  অনেকদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (১৫ মে) তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি শনিবার (১৬ মে) মারা যান। 

১৯৬৩ সালে কলকাতার মিস প্রিয়ংবদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে আজাদ রহমানের চলচ্চিত্রে আগমন। ছবিটিতে তার সুরে কণ্ঠ দেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখার্জি ও প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

বাংলাদেশের চলচ্চিত্রে তার সুর করা প্রথম চলচ্চিত্র বাবুল চৌধুরীর আগন্তুক। তার সুর ও  কণ্ঠে গাওয়া এপার ওপার চলচ্চিত্রের ‘ভালোবাসার মুল্য কত’, ডুমুরের ফুল চলচ্চিত্রের ‘কারো মনে ভক্তি মায়ে’, দস্যু বনহুর চলচ্চিত্রের ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ গানগুলো সত্তরের দশকে জনপ্রিয়তা লাভ করে। এছাড়া ‘জন্ম আমার ধন্য হলো মা গো’-এর মতো কালজয়ী দেশাত্মবোধক গানের সুর করেছিলেন তিনি।

১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন আজাদ রহমান। তিনি ভারতের রবীন্দ্র-ভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাত সম্পন্ন করেন। আজাদ রহমান পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।

বরেণ্য এ সংগীত পরিচালকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ।