Opu Hasnat

আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার ২০২০,

দামুড়হুদায় নতুন ৯জনসহ ১৬জন করোনায় আক্রান্ত চুয়াডাঙ্গা

দামুড়হুদায় নতুন ৯জনসহ ১৬জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আরো নতুন ৯জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে দমুড়হুদায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৬জনে। নতুন আক্রান্তরা হলেন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের ৫জন, পুরাতন হাউলি গ্রামের১ জন ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর ৩জন স্বাস্থ্য কর্মি। এদের বয়স (৩০) থেকে (৫০) বছরের মধ্যে।

শনিবার দুপুরে এদের রিপোর্ট পজেটিভ আসে। এদের মধ্যে ৪জন মহিলা ও ৫জন পুরুষ। তিনজন স্বাস্থ্য কর্মি ছাড়া ৬জনই ঢাকা থেকে আসা। আক্রান্তদের বাড়ীসহ আশে পাশের সকল বাড়ী লকডাউন করা হয়েছে। 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, গত বৃহস্পতিবার ১৪ই মে ১১ জনের স্যাম্পুল সংগ্রহ করে যশোর জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় ল্যাবে পাঠানো হলে শনিবার দুপুরে ৯ জনের রিপোর্ট পজেটিভ ও বাকি ২ জনের নেগেটিভ আসে। এদের মধ্যে দুইজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একজন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বাকীরা নিজ নিজ বাড়ীতে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে দামুড়হুদায় আক্রান্তের সংখা দাড়ালো ১৬ জনে। 

এই বিভাগের অন্যান্য খবর