Opu Hasnat

আজ ২৯ মে শুক্রবার ২০২০,

দামুড়হুদায় নতুন ৪জনসহ মোট ৭জন করোনায় আক্রান্ত চুয়াডাঙ্গা

দামুড়হুদায় নতুন ৪জনসহ মোট ৭জন করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আরো ৪জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে দমুড়হুদায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭জনে। নতুন আক্রান্তরা হলেন দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের তিনজন ও নাপিতখালি গ্রামের একজন। এদের বয়স (৩০) থেকে (৫০) বছরের মধ্যে।

বৃহস্পিতিবার (১৪ মে) সকালে এদের রিপোর্ট পজেটিভ আসে। এরা সকলেই মহিলা ও ঢাকা ইয়ারপোর্ট এলাকা থেকে আসা। এদের বাড়ীসহ আশপাশের বাড়ী লকডাউন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, গত মঙ্গলবার ১২ই মে ঢাকা থেকে ৪ জন মহিলা বাড়ী আসার সংবাদ পেয়ে তাদের বাড়ী লকডাউন দেওয়া হয় ঐ দিনই তাদের ৪জনসহ ১৩ জনের স্যাম্পল সংগ্রহ করে যশোর জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় ল্যাবে পাঠানো হলে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আসা ৪জন মহিলার রির্পোট পজেটিভ ও বাকি ৯ জনের নেগেটিভ আসে। এর আগে ৬মে ঢাকা মুন্সিগঞ্জ থেকে দামুড়হুদার নীজ বাড়ী কলাবাড়ী গ্রামে ফিরে আসা ব্যক্তি (৫০)আক্রান্ত হয়। এরপর ৯মে তার স্ত্রী ও দামুড়হুদার দুধপাতিলা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রভাইডার এর রিপের্ট পজেটিভ আসে। 

তিনি আরো জানান, নতুন আক্রান্ত ৪জনই নীজ নীজ বাড়ীতে তার তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। তবে বর্তমানে  তাদের অবস্থা ভালো।