Opu Hasnat

আজ ১৫ জুন শনিবার ২০২৪,

ভূঞাপুরে যমুনা নদী থেকে যুবতীর লাশ উদ্ধার টাঙ্গাইল

ভূঞাপুরে যমুনা নদী থেকে যুবতীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জূনায় যমুনা নদী থেকে সোমবার সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাত (৩০) এক যুবতীর লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির টাইমটাচনিউজ কে জানান, উপজেলার অর্জুনায় যমুনা নদী দিয়ে বঙ্গবন্ধু সেতুর দিকে অজ্ঞাত এক যুবতীর লাশ ভেসে যাচ্ছিল। স্থানীয় লোকজন নদীতে লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। ধারনা করা হচ্ছে যুবতীর লাশটি জামালপুর জেলা থেকে নদীতে ভেসে আসছিল। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।