Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

মোরেলগঞ্জে প্রেসক্লাবের পক্ষ থেকে দরিদ্র ছাত্রীর ফর্ম ফিলাপের জন্য নগদ অর্থ প্রদান মিডিয়াবাগেরহাট

মোরেলগঞ্জে প্রেসক্লাবের পক্ষ থেকে দরিদ্র ছাত্রীর ফর্ম ফিলাপের জন্য নগদ অর্থ প্রদান

 বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় এক মেধাবী দরিদ্র ছাত্রী প্রিয়াংকার পিতার কাছে ফর্ম ফিলাপের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। প্রিয়াংকা মোরেলগঞ্জ কেজি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার্থী। তার পিতা  সুনীল মনি ঋষি তার মেয়ের ফর্ম ফিলাপের ৩ হাজার টাকা যোগাড় করতে ব্যর্থ হয়ে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জামাল শরীফের শরনাপন্ন হন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ১ হাজার টাকা মওকুফ করান এবং বাকী ২ হাজার টাকা প্রেস ক্লাব নেতৃবৃন্দ প্রদান করেন। 

অনুষ্ঠানে মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. জামাল শরীফ, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মেহেদী হাসান লিপন, দৈনিক সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম শাহিন, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি মো. আবু সালেহ, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি অধ্যাপক জসিম উদ্দিন শাহিন, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি নজরুল ইসলাম শরীফ, দৈনিক ডেসটিনি ও লোকসমাজ  প্রতিনিধি শামীম আহসান মল্লিক, দৈনিক প্রবাহ প্রতিনিধি এইচ এম শহিদুল ইসলাম,  দৈনিক দিনকাল প্রতিনিধি আবুল কালাম খোকন,  দৈনিক সংগ্রাম প্রতিনিধি হাফেজ মুঈনউদ্দিন হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।