পবিত্র আশুরা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থল বন্দর ৬ দিন বন্ধ চাঁপাইনবাবগঞ্জ / 
পবিত্র আশুরা ও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থল বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে।
স্থল বন্দর সূত্র জানিয়েছে, দূর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু জানান, ২৫ অক্টোবর রোববার থেকে বন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম যথারীতি চালু হবে। তবে পাসপোর্ট ধারী যাত্রীদের বিশেষ ব্যবস্থায় যাতায়াত করতে পারবে বলে সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান।