Opu Hasnat

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার ২০২৩,

নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত খেলাধুলানরসিংদী

নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলের আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৫ এর ঢাকা আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা মঙ্গলবার নরসিংদী মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিভাগীয় আঞ্চলিক পর্যায়ের খেলায় নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও ঢাকা জেলা নিয়ে এই আঞ্চলিক খেলাগুলো নরসিংদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোমবার খেলার উদ্বোধন করেন। মঙ্গলবার অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা। সকালে বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব ফুটবল খেলায় পলাশ উপজেলার চলনা সরকারী প্রাথমিক বিদ্যায়ের মেয়েরা নরসিংদী জেলার প্রতিনিধিত্ব করে ঢাকা জেলার প্রতিনিধিত্বকারী ধামরাই উপজেলার চরসঙ্গুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে।

অপরদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবলে ঢাকা জেলার প্রতিনিধিত্বকারী ডেমড়া উপজেলার দুলাইপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা নরসিংদী জেলার প্রতিনিধিত্বকারী পলাশ উপজেলার পলাশ ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে। 

খেলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, মো: কফিল উদ্দিন, ডেমড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা রহমান, পলাশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।