Opu Hasnat

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার ২০২৪,

নির্ভীক শব্দ সৈনিক - হুমায়ুন কবীর খোকন শিল্প ও সাহিত্য

নির্ভীক শব্দ সৈনিক - হুমায়ুন কবীর খোকন

ক্ষণিকের পরিচয়ে তুমি ভোলার নয়
সদা হাস্যোজ্জ্বল, কর্ম চঞ্চল, কাজের প্রতি প্রচন্ড নিষ্ঠা
তুমি হাজারো সাংবাদিকদের দৃঢ় করেছো মনোবল।
সাংবাদিক হুমায়ুন কবীর খোকন একটি নাম নয়।
দেশের হাজারো সাংবাদিকের বলিষ্ঠ প্রতিচ্ছবি।

দূরন্ত গতির, কর্মে অবিচল, জীবনের প্রতিটা ছন্দে
ডনষ্ঠার বহিঃপ্রকাশ- আজ তোমার
থেমে যাওয়া, প্রতিটি মানুষের
অন্তরে বেদনার চিহ্ন সুষ্পস্ট।

মহামারীর করাল থাবায় তুমি আজ স্মৃতি
কিন্তু তুমি থাকবে হাজারো মানুষের অন্তরে
শক্তি যোগাবে সাংবাদিকদের তোমার উৎসর্গে
তুমি বেঁচে থাকবে লিখনিতে, কলম যোদ্ধা হয়ে।

সাংবাদিকতায় উজ্জ্বল তারকা তুমি, নও তুমি মানুষের মনের প্রজ্ঞা।
তুমি মানবতার কলম সৈনিক শহীদ যোদ্ধা।
তুমি কর্মে নিষ্ঠ দীপ্ত চঞ্চল
তুমি শিখিয়েছ পেশাদারিত্বের নতুন অনুপ্রেরণা।

তোমার ত্যাগ, তোমার প্রয়ান
জন্ম দিয়েছে এক নতুন সাংবাদিকতা।
নিজেকে সুরক্ষিত করে, কর্মে নিমগ্ন একাঙ্কিতা।
তোমার লেখনিতে পেয়েছি মুক্ত চিন্তার
এক দূরন্ত সাহস, তুমি সৃস্টির সমাহার।

লেখক : মোহাম্মদ খায়রুল আলম
প্রতিষ্ঠাতা সভাপতি
‘এপেক্স ক্লাব অব রেঁনেসা’
‘রেইনবো নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশান’
২৪/৩ এম. সি.রায় লেন, ঢাকা-১২১১
মোবাইলঃ ০১৭১১৩৪৪৯৯৭