Opu Hasnat

আজ ২৯ মে শুক্রবার ২০২০,

পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্য সামগ্রী বিতরণ দিনাজপুর

পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

সোমবার সকাল ১০টায় চন্ডিপুর ইউনিয়ন ও হাবড়া ইউনিয়নের ফুলের ঘাট এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জাতীয় পাটির এই নেতা। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মালেক, রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক, হাবড়া ইউনিয়ানের আব্দুল গনী এবং ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ অন্যান্যরা।

কাজী আব্দুল গফুর বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে নিজ তহবিল থেকে তার এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

এই বিভাগের অন্যান্য খবর