বরিশালে ভাইয়ের হাতে বাকপ্রতিবন্ধী বোন আহত, শেবাচিমে ভর্তি বরিশাল / 
বরিশাল ভেদুরিয়া চন্দ্রমোহন এলাকায় জমি বিরোধের জের ধরে ছোট বোবা বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে পাষন্ড ভাই ও তার ছেলেরা।
জানা গেছে, ভেদুরিয়া চন্দ্রমোহন এলাকার রাড়ী বাড়ীর মেয়ে বোবা রোকেয়া বেগম (৫০), তার স্বামী না থাকায় তার বড় ভাই কুখ্যাত সন্ত্রাসী নূর মোহাম্মাদ রাড়ী (৬০) ও তার ছেলে, গিয়াস রাড়ী (৩০), জহির উদ্দিন বাবু রাড়ী (২৫) রোকেয়ার জমি জোর পূর্বক দখল করে নিয়েছে। এতে রোকেয়া প্রতিবাদ করলে গতকাল সকাল ৭টার দিকে নূর মোহাম্মাদ রাড়ী ও তার ছেলেরা দেশীয় গাছ কাটা দা দিয়ে রোকেয়াকে এলোপাথারী কুপিয়েছে। এতে রোকেয়া গুরুত্বর আহত হয়। রোকেয়া মাটিতে ঢলে পরলে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকা জনক।