Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ভিক্ষুক সদস্যদের এক মাসের খাদ্য সহায়তা প্রদান গোপালগঞ্জ

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ভিক্ষুক সদস্যদের এক মাসের খাদ্য সহায়তা প্রদান

আবু বক্কার, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান অবরুদ্ধ পরিস্থতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে থাকা কর্মসূচির দ্বিতীয় দফায় সোমবার (১১ মে) সকালে উপজেলা গ্রামীন ব্যাংক কার্যালয়ে গ্রামীন ব্যাংক ভিক্ষুক সদস্য পরিবারে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে। প্রত্যেক ভিক্ষুক সদস্যকে নগদ ৬০০টাকা, ৩০কেজি চাল, ৪কেজি ডাল, ২লিটার তেল, ৪ কেজি পিয়াজ, ৮ কেজি আলু, ৪টি সাবান, ২কেজি লবণ প্রদান করা হয়। 

দেশের পরিস্থিতি ঠিক না হলে আরো ভিক্ষুক সদস্য পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা গ্রামীন ব্যাংক ব্যবস্থপনা সৈয়দ রিয়াদুল ইসলাম, সেকেন্ড অফিসার হারুন আর রশীদ, সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমুখ।

সারা দেশ এখন করোনা ভাইরাস কবলে পড়ছে। গ্রামীন ব্যাংক ভিক্ষুক সদস্যের পাশাপাশি দিন মজুর অসহায় শ্রমিক দরিদ্র ও খেটে খাওয়া শ্রমজীবিরা বাড়ীতে পরিবার পরিজন নিয়ে লকডাউনের কারনে বাড়ী বসে আছেন। বাড়ী থেকে বের হলে প্রশাসনের বাঁধার মুখে পড়তে হয়। তারা এখন খাদ্য সংকটে ভূগছে, কাজকর্ম নাই। তাই এই ব্যবস্থা।

এই বিভাগের অন্যান্য খবর