বরিশাল কর অঞ্চলের সৈয়দ মাহমুদ নুমানকে সাময়িকভাবে বরখাস্ত বরিশাল / 
বরিশাল কর অঞ্চলের ব্যক্তিগত সহকারী সৈয়দ মাহমুদ নুমানকে শৃঙ্খলা পরিপন্থী কাজ করার দায়ে মঙ্গলবার ২০/১০/২০১৫ইং তারিখ উপ-কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে উপ-কর কমিশনার আব্দুর রাজ্জাক জানান আইন শৃঙ্খলা পরিপন্থী ও বিভিন্ন রকমের ছলচাতু করার জন্য নুমানকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন তাহার সহিত দাপ্তরিক সংশ্লিষ্টতার জন্য কোন প্রতিষ্ঠান বা কেহ ক্ষতিগ্রস্থ হইলে কর কর্তৃপক্ষ এ দায়-দায়িত্ব বহন করিবে না।