Opu Hasnat

আজ ৪ জুন বৃহস্পতিবার ২০২০,

চলচ্চিত্র পাশে দাঁড়াবে মানুষের সেবায় বিনোদন

চলচ্চিত্র পাশে দাঁড়াবে মানুষের সেবায়

মানুষের জন্য কিছু করতে পারার সুযোগ হলে সেটা পরম সৌভাগ্যের। এই সংকটময় সময়ে মানুষের পাশে দাড়াতে আমরা আমাদের চলচ্চিত্র ‘দ্য রেইন ইজ ফোরকাস্ট’ অনলাইনে মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছি। এই চলচ্চিত্র থেকে অর্জিত অর্থ আমরা যমুনার চরের  সেই  সব অসহায় প্রান্তিক মানুষদের হাতে তুলে দিতে চাই যাদের গল্প নিয়ে আমাদের ছবিটি। 

স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্র থেকে ঠিক কি পরিমাণ অর্থ আসবে বলা যাচ্ছেনা; তবে দর্শক দেখলে ভালো আয়ের সম্ভাবনা আছে। 

অর্থনৈতিক প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই আমরা চেষ্টা করছি ভালো কোন স্ট্রিমিং সাইট অথবা ইউটিউব চ্যানেলে ছবিটি মুক্তি দেবার। 

হয়ত অনেক নির্মাতার কাছেই ভালো মানের আন- রিলিজড চলচ্চিত্র আছে আর দেশে ভালো কিছু প্লাটফর্মও আছে। যদি দুই এর মধ্যে একটা ভালো সমন্বয় ঘটে তবে দর্শক পাবে ভালো কিছু চলচ্চিত্র সেই সাথে হবে মানুষের কল্যাণ।  এভাবেই চলচ্চিত্র পাশে দাঁড়াবে মানুষের সেবায়। চলচ্চিত্র থাকবে মানুষের ভালবাসায়। 

উল্লেখ্য, লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির পরিচালিত ‘দ্য রেইন ইজ ফোরকাস্ট’ চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এতে অভিনয় করেছেন আলভি আহমেদ, বৃষ্টি তালুকদার, হাফিজুর সামাদ এবং শাকিল আহমেদ।