সুনামগঞ্জে ১৯৩ বোতল ভারতীয় মদ ও কমলা আটক সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি, মাছিমপুর এবং গারপাড়া এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ১২১১/৮ পিলার হতে ৪ শত গজ দূরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে ১৯৩ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ৬ শতাধিক ভারতীয় অবৈধ মলা আটক করেছে ৮ বর্ডার গার্ড (বিজিবি)”র সদস্যরা ।
মঙ্গলবার সকাল ১১টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপি’র হাবিলদার মোঃ সামাদ হোসেন নেতৃত্বে এবং একই এলাকার মাছিমপুর বিওপি’র হাবিলদার মোঃ সালাম এর নেতৃত্বে বিজিরিবর সদস্যরা পৃথকভাবে অভিযান চালিয়ে ঐ সমস্ত ভারতীয় মদ ও কমলা আটক করেন। যার বাজার মূল্যে প্রায় আড়াই লাখ টাকার উপরে। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় চোরা কারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যপারে ৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহি উদ্দিন মদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা সহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।