Opu Hasnat

আজ ৫ জুন সোমবার ২০২৩,

পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী

পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি কাজী কেরামত আলী

মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলা  মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পদ্মার মাছেঘাটা বড় চরবেনীনগর গ্রাম সংযুক্ত এলাকায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত, রাজবাড়ী সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এম এ খালেক, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার দেওয়ান মাহাবুবুর রহমান, রাজবাড়ী সদও উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ নূরুল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এ সময় রাজবাড়ী উন্মুক্ত জলাশয়ে বিলনার্সারী স্থাপন এবং পোনা অবমুক্ত করনের আওতায় ৫ শত কেজি দেশীয় প্রজাতির মাছের পোনা ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস একুশে এন্টার প্রাইজ স্বাধীকারী এস এম হাসানের মাধ্যমে অবকুক্ত করা হয়।